ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩। পাকিস্তানের রেটিং পয়েন্টও সমান। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে পড়ায় সাত নম্বরে নেমে গেছে বাবর আজমের দল, আগে যেখানে ছিল বাংলাদেশ।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এখন শীর্ষ স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। দুই নম্বরেত ইংল্যান্ড, দুই পয়েন্ট পিছিয়ে (১১৯)। ১১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। ভারত (১১০) এবং দক্ষিণ আফ্রিকা (১০২) পয়েন্ট। তার পরই এখন অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের পরে যথাক্রমে পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) আর আফগানিস্তান (৬৮)।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author