চলতি বছরে এসএসসিতে ৪ বিষয়ে পরীক্ষা হবে না

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চলতি বছরের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এসএসসি পরীক্ষা আগামী ১৯ জুন পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা করেছে।

মঙ্গলবার (১ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তপন কুমার সরকারের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এসএসসিতে এবার যেসব বিষয়ে পরীক্ষা হবেঃ বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের শরীরে ২৪ ঘণ্টা থাকবে ক্যামেরা

এসএসসিতে এবার চারটি বিষয় বাদ পড়ছে। সেগুলো হলো- ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। বাদ দেওয়া বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রে ও এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা নেওয়া হয়।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author