নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে: আইনমন্ত্রী আনিসুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। প্রথম কাজ হিসেবে তারা শিগগির জেলা পরিষদ নির্বাচন দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে সেটি করবে সরকার।

(১১ মার্চ) শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ বনফুল লাচ্ছা সেমাইয়ের মোড়কে ‘বর্নফুল’ সেমাই, ডিলারকে জরিমানা

মন্ত্রী আরও বলেন, গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। যার প্রভাব সারাবিশ্বের মত বাংলাদেশেও পড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এ কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author