বনফুল লাচ্ছা সেমাইয়ের মোড়কে ‘বর্নফুল’ সেমাই, ডিলারকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বনফুল লাচ্ছা সেমাইয়ের মোড়কের আড়ালে বর্ণফুল সেমাই জব্দ করেছে ভোক্তা অধিকার।

মঙ্গলবার (৮ মার্চ) জেলা শহরের ভাদুঘরের শান্তিনগর গ্রামে একটি গুদাম থেকে ২ হাজার প্যাকেট এ নকল সেমাই জব্দ করা হয়। এসময় ওই গুদামে অবৈধভাবে মজুত রাখা টিসিবির ৫৮ লিটার তেলও জব্দ করা হয়।

নকল সেমাই জব্দ করাই এ ঘটনায় এক ডিলারকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডিলারের নাম জসিম উদ্দিন জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুরের মজিবুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ার ডিসি: শিশুদের মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে হবে

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদি হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ডিলার জসিম উদ্দিন বনফুলের মতো একই রকম প্যাকেটে বর্ণফুল সেমাই বাজারজাত করে আসছিলেন। যা ভোক্তাদের সঙ্গে প্রতারণা। সহকারী পরিচালক মেহেদি হাসান আর বলেন, ‘এ ঘটনায় ডিলার জসিম উদ্দিন জরিমানা পরিশোধ করে মুচলেকা দিয়েছেন। নকল এসব মালামাল কোম্পানিকে ফেরত দেবেন বলেও জানিয়েছেন।’

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author