করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনসহ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সরকারের আরোপ করা ১১ দফা বিধিনিষেধ কাল ১৩ জানুয়ারি থেকে সাঁরাদেশে কার্যকর হচ্ছে। বিধিনিষেধের নিয়ম অনুযায়ী গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে, তবে বাড়বে না ভাড়া।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বলেন, পরিবহন মালিকদের সাথে বৈঠকে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারা যত আসন তত যাত্রীর প্রস্তাব দিয়েছেন তাঁরা। এতে সরকার সায় দিলে পরিবহনে সংকট হবে না যাত্রীরাও দুর্ভোগে পড়বে না।
আরও পড়ুনঃ করোনা ধরন ওমিক্রনের টিকা আনছে ফাইজার