দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। খবর সংগ্রহকালে জানা গেছে, সংঘর্ষে মিল্টন হায়দার ও জাকারিয়া নামে দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। মৃত্যদের মধ্যে মিল্টন এগ্রিকালচার ও জাকারিয়া বিবিএর ছাত্র।
পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় একজন শিক্ষককসহ প্রায় অর্ধশত আহত হয়েছেন। আহতদেরকে দিনাজপুর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত ব্যাক্তিদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে হামলা চালায় রিয়েল গ্রুপের নেতাকর্মীরা।
হামলাকালে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লাঠি, রড, হকিস্টিক নিয়ে জেমি গ্রুপের নেতাকর্মীদের মারধর করে। তাদের হামলায় একজন শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে আসাদুজ্জামান জেমি গ্রুপের নেতাকর্মীরা সংগঠিত হয়ে ক্যাম্পাসে আসলে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।