আখাউড়ার সকল নির্বাচিত চেয়ারম্যানদের শুভেচ্ছা জানিয়েছেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম
আখাউড়ার সকল নির্বাচিত চেয়ারম্যানদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন সকলের সহযোগিতা এবং সচেতনতার কারনে ভোটকেন্দ্রে কোন অঘটন ঘটে নি। সবাই সাচ্ছন্দে ভোট দিতে পেরেছেন। তাই কাঙ্ক্ষিত ফলাফল এসেছে। এখানেই শেষ নয়। তিনি বলেছেন জয়ী হবার পর সবার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হবে সবার কর্তব্য। তিনি দায়িত্তে থাকা সকল নেতাকর্মীদের সাধুবাদ জানান।

এছাড়া আইনমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

আরও পড়ুনঃ আখাউড়া স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ীর মৃত্যুতে শোক পালনে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচিত চেয়ারম্যানদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যারা পড়ালেখা করে কাজ করে এই পেশায় আছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়। ফেসবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন। এতে প্রকৃত সাংবাদিকরা নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ‌্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি আরও বলেন, ‘যারা প্রকৃত সাংবাদিক তারা যেন এই পেশায় নির্বিঘ্নে কাজ করতে পারেন, জনগণের সেবায় আসতে পারেন সেই কারণে তাদের সুরক্ষায় আইন করেছে সরকার। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে। যে আইনে প্রকৃত সাংবাদিকতা করতে গেলে কোনো ধরনের বাধা নেই, বরং সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতা করার আগে তা যেন গুজব বা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

Related Posts

About The Author

Add Comment