মসজিদপাড়ায় মাদক প্রতিরোধে এলাকাবাসীর অভিযান

akhaura_drag_20141028

মসজিদপাড়ায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাবাসী অভিযান চালিয়েছে ।

মঙ্গলবার ( ২৮ অক্টোবর) সকাল ১১টায় মসজিদপাড়ার সব শ্রেণিপেশার মানুষ একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় সবার স্লোগান ছিল মাদককে না বলুন।

শোভাযাত্রা শেষে এলাকাবাসী মসজিদপাড়ায় বেশ কয়েকটি মাদকের স্পট উচ্ছেদ করে। এছাড়া অন্তত ১০ জন মাদক বিক্রেতার বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্বে দেওয়া মসজিদপাড়ার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, মসজিদপাড়াকে মাদকমুক্ত করতে আমরা ১০ দিন ধরে অভিযান চালিয়ে আসছি। এতে সফলতাও পেয়েছি।

মসজিদপাড়া এলাকায় যারা ভাসমান ও ভাড়া থেকে মাদক বিক্রি করতেন আমরা ইতোমধ্যেই তাদের উচ্ছেদ করতে পেরেছি। এরপরও যারা মাদক বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

সংশ্লিষ্ট এলাকার পৌর কাউন্সিলর আব্দুল আলীম জানান, মসজিদপাড়ায় মাদক বিক্রি বন্ধ করতে গ্রামের সবাই একত্রিত হয়ে আন্দোলন চালিয়েছি । এরপর যারা মাদক বিক্রি করে বা আড়ালে সহযোগিতা করবে তাদের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আইনের সহযোগিতা নিয়ে আখাউড়া থেকে তাদের উত্খাত করবো।

মসজিদপাড়ার মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বলেন, দেশ স্বাধীন করতে যেভাবে মুক্তিযুদ্ধ করেছি । মসজিদপাড়াকে মাদকমুক্ত করতে প্রয়োজনে সেইভাবেই আমরা ঝাঁপিয়ে পড়বো । যুব সমাজকে আর ধ্বংস হতে দেব না ।

সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া বলেন , যেকোনো প্রকারে আমরা এলাকাকে মাদকমুক্ত করবো। মসজিদপাড়া মাদকমুক্ত না হওয়া  পর্যন্ত ঘরে ফিরবো না।

এলাকাবাসীর মাদকবিরোধী অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

 

অক্টোবর ২৮, ২০১৪

Related Posts

About The Author

Add Comment