“ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত”

🗞️ উপশিরোনাম:

পুকুরে সেচ দেয়ার সময় বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল খায়ের মোল্লা (৪৫) ও জাকারিয়া মোল্লা (২০) নামের দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সম্পর্ক বাবা ও ছেলে বলে জানা গেছে।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পুকুরে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করছিলেন আবুল খায়ের ও তাঁর ছেলে জাকারিয়া। মোটর চালুর সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনই মারা যান। আশপাশের লোকজন দ্রুত এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারটির পাশে রয়েছি।”

স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিহতদের পরিবারকে প্রাথমিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Related Posts

About The Author