নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতি গুরুত্বপূর্ণ দুটি উপজেলায় (২৬ ডিসেম্বর) নির্বাচন অনুস্থিত হয়েছে। আখাউড়া উপজেলা এবং বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠুভাবে হয়েছে।
ইতিমধ্যে বেসরকারিভাবে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নের ফলাফল হাতে এসেছে।
১. আখাউড়া উত্তর ইউনিয়নে জয়লাভ করেন জনাব মোঃ শাহজাহান মিয়া।
২. আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জয়লাভ করেন জনাব মোঃ জালাল উদ্দীন।
৩. মোগরা ইউনিয়নে জয়লাভ করেন জনাব মোঃ এম এ মতিন।
৪. মনিয়ন্দ ইউনিয়নে জয়লাভ করেন জনাব মোঃ মাহাবুব আলম দীপক।
৫. ধরখার ইউনিয়নে জয়লাভ করেন জনাব মোঃ শফিকুল ইসলাম সাফি।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠুভাবে হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুনঃ বিজয়নগর উপজেলার বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল
দেশের বিভিন্ন জেলায় ৮৩৬টি ইউনিয়নে মোট ৯ হাজার ২২৪টি কেন্দ্রে ভোট হয়।
ইসি সচিব বলেন, সবকিছু মিলিয়ে আমরা দেখেছি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়েছে, আনন্দমুখর পরিবেশে হয়েছে এবং জনগণের সম্পৃক্ততা ছিল।
এবার আখাউড়া নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা বলেন, ২৬ ডিসেম্বর আখাউড়া উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ এবং নারী ভোটার ৪১ হাজার ৪৫৫ জন।