আখাউড়া সীমান্তে দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে প্রবেশের তিন ঘণ্টা পর বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে আখাউড়া সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় । দুই যুবককে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম। তিনি জানান, বিএসএফ কর্তৃপক্ষ আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের (আইসিপি) বিজিবির কাছে আটক দুই যুবককে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইনে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Related Posts

About The Author

Add Comment