‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র্যালিতে মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্যজীবী চাষীরা অংশগ্রহণ করে।
পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহানের সভাপতিত্বে ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় সভা শুরু হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মুসলেহ উদ্দিন, হিসাব রক্ষণ আবু ইউসুফ নুরুলাহ, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গোলাম মোস্তফা, প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্রী প্রানাথ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের তিন চাষীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২৫ জুলাই থেকে আগামী ৩০ জুলাই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।