নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম
সারাদেশে হরহামেশাই ঘটছে চুরির ঘটনা। অনেকেই মনে করছে বিচার না হওয়ায় চুরির ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আবার অনেকে বলছে চোরকে সামনে থেকে ধরে নিয়ে পিছন দিয়ে ছেড়ে দেবার কারনে বারবার এইরকম ঘটনা ঘটছে। এতে সাহসি হয়ে উঠছে সংঘ্যবদ্ধ চোরদল। এবার দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে সিঙ্গারবিল বাজারে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে দোকানের ভেন্টিলেটর কেটে এই চুরি ঘটায়। এসময় দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে লক্ষাধিক টাকা ( ১ লক্ষ ৬৫ হাজার ) ও মোবাইলসহ বেশকিছু কসমেটিক সামগ্রী চুরি করে নিয়ে যায় সংঘ্যবদ্ধ চোরদল।
সবচেয়ে বড় ঘটনা হল, দোকানটি একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারের। সিঙ্গারবিল বাজারের নাদিরা লাইব্রেরী এন্ড গিফট কর্ণার নামে দোকানটি চালান ঐ মুক্তিযোদ্ধার ছেলে মোঃ শাহিন মিয়া। তার আপন ছোট ভাই রয়েছে একজন বিসিএস ক্যাডার। এবং বউ একজন পুলিশের কর্মকর্তা। আরও বড় বিষয় হল পুরো দোকানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তবুও কিভাবে এই চুরির ঘটনা ঘটছে তাই সবার মুখে প্রশ্ন।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় সিঙ্গারবিল বাজারের নাদিরা লাইব্রেরী এন্ড গিফট কর্ণার নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ চুরির ঘটনাটি ঘটেছে। নাদিরা লাইব্রেরী এন্ড গিফট কর্ণার নামে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোঃ শাহিন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। সোমবার সকালে দোকানের কর্মচারী দোকান খুলে দেখেন ক্যাশের ড্রয়ার ভাঙ্গা ও মালামাল এলোমেলো হয়ে পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আবারো আখাউড়ায় যুবকের আত্মহত্যা
এ অবস্থা দেখে আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করলে আমি তাৎক্ষণিক দোকানে এসে দেখি দোকানের পশ্চিম পাশের ভেন্টিলেটর ভাঙ্গা। পরে আমি দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখি। এতে দেখা যায় সকাল সাড়ে ৭ টায় দোকানের ভেন্টিলেটর কেটে একজন চোর ভেতরে প্রবেশ করে টচ লাইট জ্বালিয়ে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, ১ টি এন্ড্রয়েড মোবাইল ও ১ টি নরমাল মোবাইলসহ বেশ কিছু কসমেটিক চুরি করে নিয়ে যায় এ চোর। তিনি বলেন মাত্র ৬ মিনিটে নগদ টাকা ও মালামাল গুলো নিয়ে পুনরায় ভেন্টিলেটর দিয়েই বের হয়ে যায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) তৌহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে খুব দ্রুত চোরকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। আশা করা যাচ্ছে অতি শিগ্রই চোর ধরা পড়বে।