অনিশ্চয়তার মেঘ কাটিয়ে বিপিএল সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর।
বিপিএলকে সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগেই বিপিএলে ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন এই অলরাউন্ডার।
সাকিব আল হাসান বাংলাদেশের সেরা অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্বাভাবিকভাবেই সব ফ্র্যাঞ্চাইজিই এই অলরাউন্ডারকে পেতে চাইবে। শেষ পর্যন্ত সাকিব আল হাসান ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন।
আরও পড়ুনঃ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে স্বল্প পরিসরেই ক্লাস: শিক্ষামন্ত্রী
এদিকে সাকিব আল হাসান এর মতোই বিপিএলে ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মোস্তাফিজুর রহমান দলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স এবং নাসুমকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি।
সূত্রঃ যুগান্তর