আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ৬ মাসের জন্য বিরতি নিলেন তামিম ইকবাল। আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার ইচ্ছে নেই তার।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের ফ্র্যাঞ্চাইজি ঢাকার হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তামিম নিজেই এমনটি জানান। তবে এ সময় সম্পূর্ণ মনোযোগ থাকবে টেস্ট ও ওয়ানডেতে।
আরও বলেন, ৬ মাস পর যদি ফিট থাকি, দলে আমার প্রয়োজন অনুভব হয় তাহলে ফেরার কথা ভাববেন।
আরও পড়ুনঃ বিপিএলে বোলিংয়ে নজর কেড়েছেন তরুণরা
জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালের মার্চে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের সুযোগ দেওয়ার কথা বলে দল ঘোষণার আগেই নিজেকে সরিয়ে নেন তামিম।