আবরার হত্যায় ২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র। আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় আরও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৮ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান দুপুরে এ হত্যা মামলায় রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। আবরার ফাহাদের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুনঃ মন্ত্রিসভা থেকে মুরাদকে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

আজ রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ২২ জনকে আজ আদালতে আনা হয়। বাকি ৩ আসামি এখনও পলাতক। আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিস্কৃত নেতা–কর্মী। পলাতক ৩ আসামি হলো মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ।

Related Posts

About The Author

Add Comment